Naya Diganta

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলের

নাবলুস শহরে নিহত রাফিক ইয়ামিনের লাশ নিয়ে ফিলিস্তিনিদের বিক্ষোভ : এএফপি

অবরুদ্ধ পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত গাইথ রাফিক ইয়ামিনের বয়স ১৬ বছর।
গতকাল বুধবার ভোরে নাবলুসে ইসরাইলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের মুখোমুখি অবস্থানের সময় ইয়ামিন নিহত হন। এ সময় ইসরাইলি বাহিনীর করা গুলি ইয়ামিনের মাথায় লাগলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার ১৩ মিনিট পর সে মারা যায়।