Naya Diganta

জাপান সাগরের আকাশে চীন-রাশিয়া যৌথ মহড়া

জাপান সাগরে চীন-রাশিয়া যৌথ আকাশ মহড়া

জাপান সাগরের আকাশে রাশিয়ার সাথে যৌথ বিমান মহড়া চালিয়েছে চীন। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করার অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাপান সাগরের আকাশে রাশিয়া ও চীনের জঙ্গিবিমানের উড্ডয়ন একটি কৌশলগত পদক্ষেপ এবং এর মাধ্যমে তৃতীয় কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না।

গত কয়েকদিন ধরে চীনের দক্ষিণ সীমান্তের কাছে জাপান সাগরের আকাশে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানগুলো যৌথ মহড়া চালায়।

চীনের ভাষ্য, ‘বেইজিং ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করতে দু’দেশের যুদ্ধবিমানগুলো একটি নিয়মিত টহলে অংশ নিয়েছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, পূর্ব চীন সাগর ও জাপান সাগরের আকাশে চীনা যুদ্ধবিমানগুলোর সাথে এক স্কোয়াড্রন রুশ জঙ্গিবিমান মহড়ায় অংশ নিয়েছে। আন্তর্জাতিক আইন মেনেই এই মহড়া চালানো হয়েছে, দাবি চীনের।

সূত্র : পার্সটুডে