Naya Diganta

কাশ্মিরের পুলিশ পদক থেকে বাদ শেখ আবদুল্লাহর ছবি, বসবে অশোক স্তম্ভ

কাশ্মিরের পুলিশ পদক থেকে বাদ শেখ আবদুল্লাহর ছবি, বসবে অশোক স্তম্ভ

শেখ আবদুল্লাহর ছবি আর খোদিত থাকবে না ভারত-শাসিত জম্মু কাশ্মিরের পুলিশ মেডেলে। জম্মু কাশ্মির সরকার সিদ্ধান্ত নিয়েছে, আবদুল্লাহর পরিবর্তে ওই পদকে থাকবে জাতীয় প্রতীক। শের-ই-কাশ্মির পদকের পরিবর্তে এখন থেকে ওই পদকের নাম হবে, জম্মু কাশ্মির পুলিশ পদক। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশিকা জারি করেছে।

ভারতের মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, দেশ ভাগের সময় জম্মু কাশ্মিরকে ভারতে যুক্ত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শেখ আবদুল্লাহ। রাজতন্ত্র থেকে সাংবিধানিক গণতন্ত্রে প্রবেশ করেছিল কাশ্মির। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্ব অস্বীকার করে মুসলিম অধ্যুষিত এই রাজ্যকে ভারতের সাথে যুক্ত করায় মত দেন। মহারাজা হরি সিংহ উপজাতি হামলার পর চলে গেলে শেখ আবদুল্লাহই পুরো কাশ্মির পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘একদিকে শের-ই-কাশ্মির শেখ মোহাম্মদ আবদুল্লাহর যে মূর্তি খোদিত ছিল পুলিশ পদকে সেখানে এ বার ভারতের জাতীয় প্রতীক (অশোকস্তম্ভ) বসবে, অন্য দিকে থাকবে জম্মু কাশ্মিরের প্রতীক।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা