Naya Diganta

সিআইএমসি হাসপাতালে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কালুরঘাট শাখার উদ্যোগে গত ২২ মে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিআইএমসি হাসপাতালের উপপরিচালক ডা: আব্দুর রাজ্জাক খান, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন অ্যান্ড সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কালুর ঘাট শাখার ইনচার্জ মো: বাহার উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অহিদুল ইসলাম, সহকারী পরিচালক একাড মো: ওমর গনিসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।