Naya Diganta

ভিএমওয়্যার কেনার পরিকল্পনা করছে ব্রডকম

ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেশন অধিগ্রহণের চেষ্টা চালাচ্ছে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকম। এখনো ব্রডকম ও ভিএমওয়্যারের মধ্যে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত না হওয়ায় চুক্তির বিস্তারিত তথ্য সম্পর্কে এখনো জানা যায়নি।
ভিএমওয়্যার অধিগ্রহণের মাধ্যমে ব্রডকমের ব্যবসায় বৈচিত্র্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেমিকন্ডাক্টর থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যারের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। গত চার বছরে দুটি বৃহৎ অধিগ্রহণ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। এর মধ্যে এক হাজার ৮৯০ কোটি ডলার অধিগ্রহণ করেছে সিএ টেকনোলজিস। এছাড়া সিমানটেক করপোরেশনের সিকিউরিটি ডিভিশন অধিগ্রহণ করে এক হাজার ৭০ কোটি ডলারে। ভিমওয়্যার অধিগ্রহণ নিয়ে ব্রডকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো তথ্য শেয়ার করেনি।