Naya Diganta

হাদিসের কথা

ইলম অনুযায়ী কাজ না করা ও ইলম উঠে যাওয়া
যিয়াদ ইবনু লাবীদ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা: একটি বিষয় বর্ণনা করলেন। অতঃপর তিনি বললেন, সেটি ইলম উঠে যাওয়ার সময় সংঘটিত হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! কিরূপে ইলম উঠে যাবে? অথচ আমরা তো কুরআন শিক্ষা করছি, আমাদের সন্তানদেরও কুরআন শিক্ষা দিচ্ছি। আমাদের সন্তানরা কিয়ামত অবধি তাদের সন্তান-সন্ততিদের কুরআন শিক্ষা দিতে থাকবে। তিনি (সা:) বলেন, যিয়াদ! তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আমি তো তোমাকে মদিনার একজন বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি বলেই মনে করতাম। এসব ইহুদি ও নাসারারা কি তাওরাত ও ইঞ্জিল পড়ছে না কিন্তু তারা তদানুযায়ী কাজ করছে না এমন নয় কি?
-আহমাদ-১৮০১৯, ইবনু মাজাহ্-৪০৪৮-তিরমিজি, মিশকাতুল মাসাবিহ-২৭৭