Naya Diganta

প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পরামর্শেই পিএসজিতে এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়ে চমকপ্রদ এক তথ্য প্রকাশ করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সোমবার তিনি বলেছেন, সম্ভাব্য দলবদলের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেছিলেন তিনি। আর ফরাসি প্রেসিডেন্ট তাকে ‘ভালো পরামর্শ’ দিয়েছেন। তিনি চেয়েছেন ফ্রান্সেই যেন থেকে যান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।

২০১৭ সালে যুক্ত হওয়া পিএসজি’র সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করার আগে বিশ্বকাপজয়ী এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল।

ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমরা অনেকটা সময় নিয়ে কথা বলেছি। এটিকে ভাল পরামর্শই বলতে পারেন। তিনি চেয়েছেন আমি যেন থেকে যাই। নতুন চুক্তির বিষয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি অংশ।’

ক্রীড়াঙ্গনের বাইরে যেসব ভিন্ন ধারার মানুষের সঙ্গে কথা হয়েছে তাদের একজন ম্যাঁক্রো ছিলেন উল্লেখ করে এমবাপ্পে বলেন,‘ আপনি দেখবেন ফুটবল অনেকটাই পরিবর্তিত হয়েছে। সমাজে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশে আমাকে গুরুত্ব দেয়ার পরও নিজের স্থান কিভাবে ধরে রাখতে হয় সেটি জানাও গুরুত্বপূর্ণ।’

জনশ্রুতি আছে নতুন চুক্তির আর্থিক প্যাকেজের পাশাপাশি পিএসজি’র কাতারি মালিক ২৩ বছর বয়সী এই তারকাকে একটি প্রতিশ্রুতিও দিয়েছেন। সেটি হচ্ছে, পরের মৌসুমের জন্য নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করার আগে তার কাছ থেকেও পরার্মশ নেবেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন এমবাপ্পে।

পিএসজি সভাপতি নাসের আল খালাফির উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি দলের অংশ হিসেবে আমি ফুটবলারই থাকতে চাই। আমি এর বাইরে অন্য কোনো ভূমিকায় যেতে চাই না। খেলোয়াড় হিসেবে আমার যেটুকু ভূমিকা থাকা দরকার এর বাইরে আমি যেতে চাই না।
সবাই জানে গত বছর আমি দল ছেড়ে দিতে চেয়েছি। ওই সময় আমার ভাবনায় এটিকেই সঠিক বলে মনে হয়েছে। তবে বছর পার হওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। আমি ফ্রান্সের নাগরিক, এখানে আমার দেশের একটি আবেগের বিষয়ও জড়িত। যেটি উপেক্ষা করা খুবই কঠিন। প্রকল্পের অনেক কিছুই পরিবর্তন ঘটেছে। আমার ক্লাব নতুন একটি ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমি মনে করি লেখার জন্য সেখানে রোমঞ্চকর গল্পও আছে। এটিই হচ্ছে ব্যাপার।’