Naya Diganta

আশুলিয়ায় মসজিদের জমি রক্ষায় মুসল্লিদের বিক্ষোভ

আশুলিয়ায় মসজিদের জমি রক্ষায় মুসল্লিদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ায় মসজিদের জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লিরা।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়ার বাইতুল্লাহ জামে মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি সাফাজ উদ্দিন মীর জানান, ১৯৮৬ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। এরপর থেকে মসজিদের ওয়াকফাকৃত জমিতে কয়েকটি দোকান তৈরি করা হয়। সেই আয় থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের উন্নয়ন কাজ করা হয়।

সাম্প্রতি মসজিদের দোকানগুলো মেরামতের প্রয়োজন হওয়ায় সংস্কার কাজ শুরু করলে মীরবাড়ি এলাকার মৃত আব্দুর রউফ মীরের ছেলে আবুল কালাম মীর মসজিদের জমি নিজের দাবি করেন এবং সংস্কার কাজ বাঁধা প্রদান করেন। এ ঘটনায় মসজিদ কমিটির বিরুদ্ধে ও হয়রানিমূলক মামলা করেছে সে।

মানববন্ধনে মুসল্লিরা জানান, অবিলম্বে মসজিদ কমিটির বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মসজিদের জায়গা মসজিদের নামে ফেরত দিতে হবে। তা না হলে ভূমিদস্যু কালাম মীর ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।