Naya Diganta

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় বারো : জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে ১২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. কোনটি জীববিজ্ঞানের বিশেষ শাখা?
ক) Breeding
খ) Medical Science
গ) Genetics
ঘ) Agriculture
২. ক্রোমোজোম প্রস্থে সাধারণত-
ক) ০.২-৩.০ মাইক্রন
খ) ০.৫-২.০ মাইক্রন
গ) ০.২-২.০ মাইক্রন
ঘ) ০.১-২.০ মাইক্রন
৩. এডিনিন ও গুয়ানিনকে কী বলা হয়?
ক) সাইটোসিন
খ) পিউরিন
গ) থাইমিন
ঘ) পাইরিমিডিন
৪. কোনটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক?
ক) নিউক্লিয়াস
খ) RNA
গ) সাইটোপ্লাজম
ঘ) DNA
৫. যেসব ভাইরাস DNA দ্বারা গঠিত নয়, তাদের নিউক্লিক এসিড হিসেবে কী থাকে?
ক) এডিনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন
ঘ) RNA
৬. বিভিন্ন জীবে জিনের সংখ্যা-
ক) ২টি খ) ৩টি
গ) এক নয় ঘ) ৪টি
৭. কোন প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আরেকটি DNA অণু তৈরি হয়?
ক) ইমবাইবিশন
খ) অনুশীলন
গ) অনুলিপন
ঘ) পরিপূরক
৮. কোন পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয়?
ক) নাইট্রোসেলুলোজ
খ) হাইব্রিডাইজ
গ) অটোরেডিওগ্রাফ
ঘ) ইলেকট্রোফোরেসিস
৯. সেক্স ক্রোমোজোম কয়টি?
ক) ৪টি খ) ২টি
গ) ১টি ঘ) ৪৪টি
১০. xx ক্রোমোজোম নিয়ে যে শিশু পৃথিবীতে আসবে সে হবে-
ক) মেয়ে
খ) মৃত
গ) ছেলে
ঘ) প্রতিবন্ধী
১১. কোন অবস্থায় রোগীদের চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে?
ক) অন্ধ
খ) প্রতিবন্ধী
গ) অনুভূতিহীন
ঘ) বর্ণান্ধতা
১২. থ্যালাসেমিয়া কয় ধরনের?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ১ ধরনের
ঘ) ৪ ধরনের
উত্তর : ১.গ, ২.গ, ৩.খ, ৪.ঘ, ৫. ঘ, ৬.গ, ৭.গ, ৮.গ, ৯.খ, ১০. ক, ১১. ঘ, ১২. ক ।