Naya Diganta

লিজার নতুন দুই গান

লিজার নতুন দুই গান

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিজার নতুন দু’টি গান হলো ‘ফেরেনা হারানো দিনগুলো’ ও ‘কে তুমি এলে জীবনে’। প্রথম গানটির শুধু অডিও প্রকাশতি হয়েছে একটি অ্যাপে। অন্যটি অর্থাৎ ‘কে তুমি এলে জীবনে’ গানটি ইউটিউবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ‘ফেরেনা হারানো দিনগুলো’ লিখেছেন ও সুর করেছেন কবির সুমন। এতে লিজা গেয়েছেন আসিফ আকবরের সঙ্গে। আবার ‘কে তুমি এলে জীবনে’ গানটি এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছেন এবং লিজার সঙ্গে গেয়েছেন এসডি রুবেল নিজেই। গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন এসডি রুবেল ও ববি। গেলো ৩ মে প্রকাশিত লিজার কণ্ঠের সিনেমার গান ‘কে তুমি এলে জীবনে’ গানটি এরই মধ্যে দেড় লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গান দু’টি প্রসঙ্গে লিজা বলেন, ‘দুটি গান দুই ধরনের। আমাদের প্রিয় আসিফ আকবর ভাইয়ের সঙ্গে শ্রদ্ধেয় কবির সুমন দাদার লেখা ও সুর করা ফেরেনা হারানো দিনগুলো গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তার কথা, সুরে গাইতে পারটা ভীষণ সৌভাগ্যের। এরই মধ্যে অ্যাপে গানটি শুনে অনেকেই তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। শিগগিরই গানটির মিউজিক ভিডিও করে ইউটিউবে প্রকাশ করা হবে। আর রুবেল ভাইয়ের সঙ্গে সিনেমার গানটিও সুন্দর। এই গানের জন্যও ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর গানটি নিয়ে অনেকেই ইউটিউবে বেশ সুন্দর সুন্দর মন্তব্য করছেন, যা আমাকে অনুপ্রাণিত করছে। আশা করছি দু’টি গানই আগামীতে শ্রোতা দর্শকের আরো ভালোলাগায় পরিণত হবে, ইনশাআল্লাহ।’ এদিকে এরই মধ্যে লিজা তার বাবা-মা ও ছোট ভাই শুভকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে বেড়িয়ে এসেছেন। একদম নিজের মনের মতো সময় কাটিয়েছেন লিজা তার পরিবারের সঙ্গে।