Naya Diganta

আইইবি’র আজীবন সম্মাননা পেলেন প্রকৌশলী ড. লৎফর রহমান

আইইবি’র আজীবন সম্মাননা পেলেন প্রকৌশলী ড. লৎফর রহমান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বছর আজীবন সন্মাননা পেয়েছেন নদী গবেষণা ইনস্টিটিউটটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ড. লৎফর রহমান পিইঞ্জ, পিএমপি। আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী কৃতি প্রকৌশলীদের আজীবন ও মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার রাজধানীর রমনায় আইইবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রকৌশলী ড. লৎফর রহমানের হাতে এ সন্মাননা তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আইইবি’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরসহ আইইবির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ড. রহমান বর্তমানে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকে বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি বুয়েটের ৮০ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি পাশ করার পর একই বিশ্ববিদ্যালয় হতে পানিসম্পদ বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ইংল্যান্ডের ল্যাব্রো বিশ্ববিদ্যালয় হতে পরিবেশ বিষয়ে পিজিডি অর্জন করেন।