Naya Diganta

প্রথম যুদ্ধাপরাধীর বিচার করল ইউক্রেন, রুশ সেনার যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত রুশ সেনা।

ইউক্রেনে এই প্রথম যুদ্ধাপরাধীর বিচার হলো। নিরস্ত্র ইউক্রেনীয় জনতাকে খুন করার অপরাধে রুশ ট্যাঙ্ক রেজিমেন্টের এক সেনার যাবজ্জীবন সাজা দিল ইউক্রেন। ৮৯ দিনের রুশ-ইউক্রেন যুদ্ধে এই প্রথম যুদ্ধাপরাধের বিচারের শুরু।

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ বাহিনীর ওই ২১ বছরের সার্জেন্টের নাম ভাদিম শিসিমারিন। তার বিরুদ্ধে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি গ্রামে এক অসামরিক নাগরিককে মাথায় গুলি করার অভিযোগ প্রমাণিত হয়েছে। ইউক্রেন সেনার পাল্টা হামলার সময় ধরা পড়েন ভাদিম। এর পরেই তার বিরুদ্ধে গ্রামবাসীর খুনের অভিযোগ প্রকাশ্যে আসে।

ইউক্রেনের আদালতে বিচারপর্বের সময় অসামরিক নাগরিককে খুনের অভিযোগ স্বীকার করেছেন ভাদিম। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন সেনা আধিকারিকের নির্দেশ পালন করেছিলেন তিনি। ঘটনার সময় ওই গ্রামবাসী মুঠোফোনে কথা বলছিলেন জানিয়ে ভাদিম বলেন, সে সময় আমাদের কমান্ডার আশঙ্কা করেছিলেন, ওই অসামরিক ব্যক্তি আমাদের অবস্থান ইউক্রেন সেনাকে জানিয়ে দিচ্ছেন। তাই তাকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছিল।

সূত্র : আনন্দবাজার