Naya Diganta

১৩ বছর পর সাকিব

সাকিব আল হাসান।

টেস্ট ক্যারিয়ার শুরুর পরের বছরই প্রথম গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছিলেন সাকিব। ১৩ বছর পর আবার সেই স্মৃতির মুখোমুখি হলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে পেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় গোল্ডেন ডাকের স্বাদ।

প্রথমবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই গোল্ডেন ডাক পেয়েছিলেন তিনি। আর সেটা ২০০৯ সালে চট্টগ্রামে। সেবার লঙ্কান স্পিনার অজান্থা মেন্ডিসের শিকার হয়েছিলেন তিনি। সেবারও লেগ বিফোরের ফাঁদেই পড়েন তিনি। এবারো তাই। তবে বোলার এবার কাসুন রাজিথা।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১১ ইনিংসে পাঁচবার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব আল হাসান। এর মধ্যে দুইবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন।

মিরপুরে কাসুন রাজিথার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব আল হাসান। আম্পায়ারের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয় তাকে।