Naya Diganta

আফগান নারীদের শিক্ষার অধিকার নিয়ে কথা বললেন জেষ্ঠ্য তালেবান নেতা

আফগানিস্তানের নারীদের শিক্ষার নিয়ে কথা বললেন তালেবানের জেষ্ঠ্য নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। তিনি বলেন, সরকারের দায়িত্ব নারীদের জন্য একটি নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলা।

ইসলামিক আমিরাতের সাবেক নেতা মোল্লা আখতার মোহাম্মদ মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তোলো নিউজ এ খবর জানিয়েছে।

স্তানিকজাই বলেন, ‘আফগান সংস্কৃতি এবং ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে নারীদের শিক্ষার অধিকার দেয়া উচিত।’

তিনি বলেন, ‘আফগানিস্তানের জনসংখ্যার অর্ধেক নারী। অথচ নারীরা তাদের উত্তরাধিকারও চাইতে পারে না। তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।’

‘নারীরা শরীয়তের শিক্ষা কোথায় পাবে,’ প্রশ্ন রাখেন তিনি।