Naya Diganta

ব্যবসায়ীকে হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

ব্যবসায়ীকে হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌহিদুল ইসলাম আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

এ তথ্য নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রোববার রাত ৯টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় অভিযুক্ত তিন আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় চৌমুহনী বাজারের ডিবি রোডের হেলাল ফার্মেসির সামনে ব্যবসায়ী মোঃ আইমুনকে প্রকাশ্যে ছুরিকাঘাতে করে হত্যা করেন। এ ঘটনায় পৌর শহরের করিমপুরের আব্দুল হাই মিলনের ছেলে পাভেল, একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাকিব (২০) ও আজাদ মিয়ার ছেলে রিমনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে নিহতের বড় ভাই জহিরুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২ জনকে আসাামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেখুন: