Naya Diganta

ক্লাউডভিত্তিক এপিআই আনছে হোয়াটসঅ্যাপ


বাণিজ্যিক অ্যাকাউন্টের কার্যক্রম বাড়াতে নতুন ক্লাউডভিত্তিক এপিআই আনছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সেবাটির নাম হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই। সাম্প্রতিক সময়ে ব্যবসাভিত্তিক গ্রাহক সংখ্যা ব্যাপক হারে বাড়ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটিতে। কনভার্সেশনস নামের মেসেজিং সংক্রান্ত এক আয়োজনে মেটা সিইও মার্ক জাকারবার্গ নতুন এপিআই সম্পর্কে অবহিত করেছেন। জাকারবার্গ জানান, মেটা সমর্থিত হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই ব্যবহার করে যে কোনো ব্যবসায়ী বা নির্মাতা সহজেই আমাদের সেবায় প্রবেশ, হোয়াটসঅ্যাপে সরাসরি তাদের অভিজ্ঞতা কাস্টমাইজ এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে পারবেন।
ব্যবহারকারীর জন্য নতুন প্রিমিয়াম সেবার অংশ হিসেবে পেইড ফিচার আনার পরিকল্পনার কথাও জানিয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাপে থাকা ক্ষুদ্র ব্যবসাগুলোর কথা চিন্তা করে এই পরিকল্পনা করা হচ্ছে। এখনো নির্মাণাধীন অবস্থায় থাকা এসব ফিচারে সর্বোচ্চ ১০টি ডিভাইস পর্যন্ত চ্যাট পরিচালনার ও কাস্টমাইজ করা ক্লিক-টু-চ্যাট লিঙ্ক সুবিধা থাকবে, যেটি ব্যবসাগুলো তাদের ওয়েবসাইটে পোস্ট ও গ্রাহকের সঙ্গে শেয়ার করতে পারবে।