Naya Diganta

সিঙ্গাপুরে চিপ কারখানা চালু করবে টিএসএমসি

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) সিঙ্গাপুরে চিপ কারখানা চালুর পরিকল্পনা করছে। চলমান চিপস্বল্পতা মোকাবেলায় নতুন এ কারখানা স্থাপনে সিঙ্গাপুর সরকারের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে।
অ্যাপলের এ সিরিজ, এম সিরিজসহ এএমডি প্রসেসরের জন্য সুপরিচিত টিএসএমসি। তাইওয়ানভিত্তিক জায়ান্টটি অবশ্য ডিসপ্লে ড্রাইভার ও পাওয়ার ম্যানেজমেন্টের জন্যও চিপ তৈরি করে থাকে। কিন্তু করোনা মহামারী নিয়ন্ত্রণে নেয়া লকডাউনের ফলে দীর্ঘদিন ধরেই সরবরাহ সংকট চলছে।
সিঙ্গাপুর কারখানাটি গুরুত্বপূর্ণ চিপ উৎপাদনের মাধ্যমে চলমান চিপস্বল্পতা মোকাবেলায় ভূমিকা রাখবে।
সূত্রগুলো বলছে, সেখানে ৭ থেকে ২৮ ন্যানোমিটারের চিপ উৎপাদনেরও লক্ষ্য রয়েছে টিএসএমসির। মূলত গাড়ি, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে আগে থেকে ব্যবহৃত চিপ উৎপাদনের ওপরই জোর দেয়া হতে পারে।