Naya Diganta
তেল মজুদকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান

শ্রীলঙ্কায় আরো জ্বালানি তেল পাঠাল ভারত

তেল মজুদকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান

অর্থনৈতিক সঙ্কটে থাকা শ্রীলঙ্কার জন্য আরো ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল ভারত। কলম্বোয় ভারতীয় হাইকমিশনার জানায়, শ্রীলঙ্কাকে আরো ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে ভারত। দেশটিকে সহজ ঋণসহায়তার আওতায় এই ডিজেল চালান পাঠানো হয়েছে। গত মাসে ভারত শ্রীলঙ্কার জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার সহজ ঋণসহায়তা ঘোষণা দেয়।
দেশটির সঙ্কটের মধ্যে গত শুক্রবার ৯ হাজার মেট্রিক টন চাল, ২০০ মেট্রিক টন গুঁড়া দুধ ও ২৪ মেট্রিক টন জীবন রক্ষাকারী ওষুধের মতো জরুরি সাহায্য নিয়ে একটি ভারতীয় জাহাজ রওনা হয়েছে। এগুলো রোববার কলম্বো পৌঁছবে। গত শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের জনগণের পক্ষ থেকে ভাতৃপ্রতিম শ্রীলঙ্কার মানুষের জন্য এই সহায়তা।
মজুদকারীদের বিরুদ্ধে অভিযান
এ দিকে বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুসারে, বেশি দামে বিক্রির জন্য যারা ডিজেল ও পেট্রল কিনে মজুদ করছে তাদের বিরুদ্ধে দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ।