Naya Diganta
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের প্রীতি সমাবেশ

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলকে বিজয়ী করার আহ্বান

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের প্রীতি সমাবেশ

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে গতকাল রাজধানীর একটি হোটেলে আইনজীবীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ঢাকা জজ কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট মহসিন মিয়া। সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক ফারুকী, লইয়ার্স কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি ও ঢাকা বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম রেজাউল করিম খন্দকার, অ্যাডভোকেট মাইন উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ট্রেজারার অ্যাডভোকেট মো: ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান, লইয়ার্স কাউন্সিলের জজ কোর্ট শাখার সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অ্যাডভোকেট শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন রেজা, অ্যাডভোকেট পারভেজ হোসেন, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, বার কাউন্সিলে সাধারণ আইনজীবীদের প্রাণের দাবি পূরণ হয়নি। এর প্রধান কারণ সততার অভাব। নবীন আইনজীবীরা হয়রানির শিকার হয়েছেন। চার বছরেও বার কাউন্সিলের এনরোল পরীক্ষা হয়নি। অথচ ছয় মাস অন্তর পরীক্ষা হওয়ার কথা। এ ছাড়াও বিচারাঙ্গনের উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মানোন্নয়নের জন্য তিনি আসন্ন বার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীদেরকে ভোট দেয়ার আহ্বান জানান।
নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই। তাই রাষ্ট্রের পুনর্গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশের বিজ্ঞ আইনজীবীদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। দেশের বিচারব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীদেরকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো দক্ষতা প্রদর্শন করতে হবে। বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে হবে। বাংলাদেশে সত্যিকার ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে আইনাঙ্গনে গতিশীলতা ও বিচারপ্রার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আসন্ন বার কাউন্সিল নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি।