Naya Diganta

দারুল আজহার মডেল মাদরাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন

দারুল আজহার মডেল মাদরাসা প্রধান ক্যাম্পাসের ৮০ জন শিক্ষার্থী হিফজুল কুরআন বিভাগে সবক গ্রহণ করেছে। গতকাল দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্ট এবং প্রধান ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল প্রফেসর মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া মা’আরিফুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আহমদ আলি কাসেমী। বিশেষ অতিথি ছিলেন দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, ভাইস চেয়ারম্যান মো: এনামুল হক হাসান, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ওসমান আশরাফী, মাদরাসার পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য মেইন ক্যাম্পাসের এডমিন খন্দকার ইব্রাহিম জসিম। আরো উপস্থিত ছিলেন আলিম ক্লাসের কো-অর্ডিনেটর মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, বয়েজ ক্যাম্পাসের কো-অর্ডিনেটর প্রভাষক মোহাম্মদ সালমান, মাওলানা আবু সালেহ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা আজিজ উল্লাহ আহমদী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার মধ্য দিয়ে কুরআনের সমাজ কায়েম করতে হবে। বিজ্ঞপ্তি।