Naya Diganta

সিরিজ জয়ে চোখ মুমিনুলের

মুমিনুল হক

চট্টগ্রাম টেস্ট ড্র। সোমবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট যারা জিতবে, তারাই উৎসব করবে ট্রফি নিয়ে।

শ্রীলঙ্কা সে লক্ষ্যে এগুচ্ছে। তবে পিছিয়ে নেই স্বাগতিক বাংলাদেশও। মিরপুরেই সিরিজ জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোববার মুমিনুল বলেন, ‘আপনি মিরপুরে খেলেন বা দেশের বাইরে, সুযোগ সব সময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে, এটা (ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়) ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে সুযোগ। সুযোগ সব সময় থাকে, এটাও আমাদের জন্য সিরিজ জেতার আরেকটা সুযোগ।’

মিরপুরে প্রায় টেস্টেরই রেজাল্ট আসে। গত ডিসেম্বরে বৃষ্টি বাগড়া দিলেও আড়াই দিনে শেষ হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট।

সে প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘মিরপুরে ফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সাথে ব্যাটিংও। কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে, অবশ্যই আমরা পরিকল্পনা করি।’