Naya Diganta

রিয়ালে শেষ ম্যাচ খেললেন মার্সেলো

রিয়াল মাদ্রিদে শেষ ম্যাচ খেলে ফেললেন মার্সেলো। ব্রাজিলিয়ান এই লেফট ব্যাক পরশু রাতে রিয়াল বেটিসের বিপক্ষে বদলি হিসেবে নামেন। তখন তাকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন করিম বেনজেমা। এক দশক ধরে স্প্যানিশ ক্লাবে খেলা এই ফুটবলারের বিদায়ী ম্যাচে অবশ্য জেতা হয়নি রিয়ালের। গোলশূন্যতে ড্র হয় খেলা। এতে টানা পাঁচ বছর বার্নাব্যুতে খেলতে এসে কোনো গোল খেল না বেটিস। একই সাথে ১৯৮৩-৮৪ সালের পর এই প্রথম কোনো লার্ল কার্ড ছাড়া পুরো লিগ শেষ করল রিয়াল। এত দিন সার্জিও রামোস এই লাল কার্ডের ঐতিহ্য ধরে রাখতেন। এবার তিনি পিএসজিতে। এ ছাড়া খেলা দুই দল পরস্পরকে গার্ড অব অনার দেয়। কারন রিয়াল মাদ্রিদ এবারের লা লিগার শিরোপা জয়ী। আর রিয়াল বেটিস কোপা দেল রে এর চ্যাম্পিয়ন। তাই পরস্পরকে এই সম্মান।ক্রীড়া ডেস্ক