Naya Diganta
জা না-অজানা

মরিচের ঔষধি গুণ

জা না-অজানা

ছোট্ট বন্ধুরা,
মরিচ সম্পর্কে তোমরা ভালোই জানো, তাই না? আজ জানবে এর ঔষধি গুণ সম্পর্কে। একসময় কিছু মানুষ ধারণা করত, মরিচ পাকস্থলীতে আলসার সৃষ্টি করে। এখন গবেষণায় প্রমাণিত হয়েছে, এটি আলসার সৃষ্টি করে নাÑ পাকস্থলীতে আলসার-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। মরিচ পাকস্থলীর কোষঝিল্লির সুরক্ষা করে। এটি পাকস্থলীর একটি শক্তিশালী উদ্দীপক, বায়ুনাশক এবং সেইসাথে হজমকারক। এ ঝালফল কটিবাত, অস্টিওআর্থ্রাইটিস ও স্নায়ুবেদনার চিকিৎসায় ভালো কাজ করে। মরিচ রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমায়। এ ছাড়া এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
মরিচ শরীরের রোগ-প্রতিরোধক হিসেবে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতেও কাজ করে। এ ছাড়া এটি রক্ত সঞ্চালন ও ক্ষুধা বাড়ায়। এমনকি মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও মরিচ সহায়তা করে। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করবে। এবার ছবি দেখো, কেমন?