Naya Diganta

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩

রাজধানী দামেস্কের দক্ষিণ অংশ নিশানা বানিয়ে ইসরাইল আগ্রাসন চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলান উপত্যকা থেকে চালানো এই আগ্রাসনে তিনজন নিহত এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বেশ কয়েক বছর ধরেই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইসরাইল। তাদের দাবি তারা ইরান সংশ্লিষ্টদের নিশানা বানাচ্ছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা দিতে লেবাননের হিজবুল্লাহ ছাড়াও ইরানসংশ্লিষ্ট আরো কয়েকটি গ্রুপ সিরিয়ায় অবস্থান নিয়েছে।