Naya Diganta

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আর্থিক সঙ্কটের মধ্যে সরকারবিরোধী বিক্ষোভ রুখতেই জারি করা হয়েছিল জরুরি অবস্থা। গত ৬ মে জারি করা হয় জরুরি অবস্থা।

শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে একটি বিবৃতি জারি করে জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা করেন।

ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুতের সঙ্কট ভয়াবহ রূপ নিয়েছে।

অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রার মজুদ সঙ্কটে পরিস্থিতি সামাল দিতে পারছে না সরকার। সঙ্কটের জন্য রাজাপক্ষে পরিবারকে দায়ি করে গণবিক্ষোভ করছেন দেশটির মানুষ। গত মাস থেকে রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভ করছেন তারা। তবে সাম্প্রতিক দিনগুলোতে এই বিক্ষোভ আরো বেড়েছে।

জরুরি অবস্থা চলাকালীন সরকারবিরোধী বিক্ষোভ দেখানো সাধারণ মানুষদের গ্রেফতার ও আটক করার ক্ষমতা দেয়া হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে। যার ফলে এখন পর্যন্ত ৯ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন। এই আন্দোলনের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য হন মাহিন্দা রাজাপক্ষে। তবে এখনো পদত্যাগ করেননি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। যদিও সাধারণ মানুষ প্রেসিডেন্টের পদত্যাগও দাবি করছেন।

সূত্র : আজকাল