Naya Diganta

নদীতে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

নদীতে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাকিম খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি ব্রিজ এলাকায় টিকটক করছিল। এ সময় মোস্তাকিম ডুবে গেলে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ব্রিজ এলাকা থেকে ১০০ মিটার দূর থেকে তাকে উদ্ধার করে। পরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।