Naya Diganta

সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর রৌহা গ্রামের মেছের আলী গংদের সাথে মক্কর আলী গংদের বর্গা জমির ধান কাটাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পশ্চিম চর রৌহা গ্রামের মৃত মক্কর আলীর ৬০ শতাংশ জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষ করে আসছিল একই এলাকার কৃষক মেছের আলী। ওই জমিতে চলতি মৌসুমে ইরি ধান আবাদ করেছেন তিনি। ধান কেটে নেয়ার পর মেছের আলী এবার ধানের ভাগ দিতে অস্বীকার করলে মক্কর আলীর ছেলে বিপুল মিয়া গংরা লোকজন নিয়ে ধান নেয়ার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় মেছের আলী, রাসেল, জাহানারা বেগম, মরিয়ম বেগম, বিপুল, বিলকিস বেওয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনার সময় মেছের আলীর লোকজন বিপুল গংদের আহত অবস্থায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।

সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

ওসি (তদন্ত) আঃ মজিদ জানান, তালাবদ্ধ অবস্থা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। থানায় মামলা প্রকৃয়াধীন রয়েছে।