Naya Diganta

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে একজন মারা গেছে। তার শরীরের ১৭ শতাংশ দগ্ধ ছিল। গতকাল সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে ১০ মে ভোর ৫টার দিকে ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: এস এম আইউব হোসেন।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, এ ঘটনায় ১৪ শতাংশ দগ্ধ হওয়া রোজিনা ও ৩৫ শতাংশ দগ্ধ হওয়া তার ছেলে রোহানকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার দিনই রোজিনার অপর ছেলে রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল।
আনোয়ার হোসেনের ভাবী রুনা আক্তার অভিযোগ করেন, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাসলাইন নেয়া হয়েছে। পুরনো সেই পাইপ লাইনটির লাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। সব সময়ই গ্যাসের গন্ধ পেতো তারা। বাড়ির মালিককে বারবার বলা হয়েছে এটি মেরামত করে দিতে। তার পরও তা ঠিক করে দেয়নি।