Naya Diganta

নরসিংদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বালু ব্যবসায়ী নিহত

নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেয়ায় নয়ন মিয়া (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চৌয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন জানান, শান্ত নামের এক যুবকের নেতৃত্বে আশু, বদু, বাছেদ ও রবিউল নামের কয়েক যুবক স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। কয়েক মাস ধরে ইট-বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা চেয়ে আসছিলেন তারা। রোজা শুরু হওয়ার আগের দিন সন্ধ্যায় ইট-বালু কেনার কথা বলে তারা নয়নকে ডেকে নিয়ে যান। পরে সেখানে দু-তিন ঘণ্টা আটকে রেখে ‘এলাকায় ইট-বালুর ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’ জানিয়ে ৫০ হাজার টাকা চাঁদা চান তারা। ওই সময় সিদ্ধান্ত নেয়ার জন্য দুই দিন সময় নিয়ে ছাড়া পান তিনি। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের জানান নয়ন মিয়া। এরপর কিছু দিন আর সমস্যা হয়নি।
বুধবার সন্ধ্যায় একটি বাড়িতে ট্রাকে করে ইট-বালু পৌঁছে দেন নয়ন মিয়া। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালু বিক্রির ৫০ হাজার টাকা নিয়ে নিজের দোকানে ফিরছিলেন তিনি। শান্ত চার-পাঁচজন যুবককে নিয়ে নয়নের দোকানের সামনে যান। নয়নের পথ রোধ করে সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন শান্ত। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা ছুরি বের করে নয়ন মিয়ার বুকে ছুরিকাঘাত করেন শান্ত। নয়ন মিয়ার ছোট ভাই হেলাল মিয়ার সামনে এ ঘটনা ঘটে।