Naya Diganta

পাকুন্দিয়া আওয়ামী লীগের কমিটি বাতিল দাবি সরকারদলীয় এমপির

পাকুন্দিয়া আওয়ামী লীগের কমিটি বাতিল দাবি সরকারদলীয় এমপির।

পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সরকারদলীয় এমপি নূর মোহাম্মদের নেতৃত্বে জনসভা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর ঈদগাহ মাঠে ‘পাকুন্দিয়া উপজেলা তৃণমূল আওয়ামী লীগ’-এর ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এমপি নূর মোহাম্মদ প্রধান অতিথির বক্তৃতায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেন, পাকুন্দিয়ায় মূলধারার আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এবং অবৈধ আওয়ামী লীগারদের প্রতিহত করার জন্য আমাদের যা করার প্রয়োজন তাই করবো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিক লীগ উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাবেক যুগ্ম-আহ্বায়ক গুলজার হোসেন স্বপন প্রমুখ।

উল্লেখ্য, এ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে গত বছরের ৯ সেপ্টেম্বর ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। এরপর থেকে কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন এমপি পক্ষের নেতা-কর্মীরা।