Naya Diganta

চিপ উৎপাদন কমায় সমস্যার মুখে চীন

চিপ উৎপাদন কমায় সমস্যার মুখে চীন

পরিচালনগত সমস্যার পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের বৈরিতায় চীনের বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের পর প্রথমবারের মতো চীনের মাসিক চিপ উৎপাদন সর্বনিম্নে চলে এসেছে। মূলত সাংহাইসহ দেশটির অন্যান্য শহরে কোভিড-১৯ সংক্রান্ত কঠোর বিধিনিষেধ গাড়ি থেকে শুরু করে রোবটের উৎপাদনও ব্যাহত করেছে।
সব মিলিয়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কমায় বড় ধরনের সমস্যার মুখে চীন। এপ্রিলে দেশটির চিপ উৎপাদন ১২ দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৫৯০ কোটি ইউনিটে এসেছে। ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় যা সবচেয়ে কম।
চলতি বছরের প্রথম চার মাসে চিপ আমদানিও উল্লেখযোগ্যভাবে কমেছে। আগামী ১ জুন থেকে সাংহাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। কোভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে ১৬টি জেলার ১৫টিকে কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে ক্লোজড অব ম্যানেজমেন্ট এলাকায় অবস্থানরত অধিবাসীর সংখ্যা ১০ লাখের বেশি নয়। পাশাপাশি কভিড-১৯-এর সংক্রমণও নিয়ন্ত্রণে আনা হয়েছে।