Naya Diganta

পাম তেল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

পাম তেল রফতানির ওপর জারি করা নিষেধাজ্ঞা আগামী ২৩ মে সোমবার থেকে তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ সিদ্ধান্তের কথা জানান।

এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট উইদোদো বলেন, যদিও অধিক ব্যবহৃত এ ভোজ্য তেলটির দাম ১৪ হাজার রুপিয়ায় (প্রায় ৮৩ টাকা) নামেনি তারপরও এ খাতের ১ লাখ ৭০ হাজার শ্রমিকের কল্যাণের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রফতানিকারক ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে তেলটির রফতানি বন্ধ রেখেছে। দেশের বাজারে ভোজ্যতেলে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেয়ার কথা জানায় দেশটি।

সূত্র : রয়টার্স