Naya Diganta

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৫) হত্যার দায়ে স্বামী আতোয়ার রহমানকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

আসামি আতোয়ার রহমান এ সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আতোয়ারের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সতীরজান গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রিয়াজল আকন্দের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে সুতিরজান গ্রামের আতোয়ার রহমানের সাথে আনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তিনি স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমকে (৩৫) তার স্বামী আতোয়ার রহমান যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রাখেন। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আনোয়ারার ভাই মহির উদ্দিন সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সৈয়দ শামসুল আলম ও নিরঞ্জন কুমার ঘোষ।