Naya Diganta

জয়েই শুরু বসুন্ধরা কিংসের

টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ে শুরু করার গুরুত্বই আলাদা। বিকেলে অপর ম্যাচে ভারতের গোকুলাম কেরালা ৪-২ গোলে মোহনবাগানকে হারানোর ফলে রাতে বসুন্ধরা কিংসের সামনেও জয়ের বাধ্যবদকতা দাঁড়ায়।
কোলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সেই কাঙ্খিত জয়ই পেল বাংলাদেশী ক্লাবটি।

এএফসি কাপের ‘ডি’ গ্রুপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ১-০ গোলে হারিয়ে বসুন্ধরা এখন যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে।

২১ মে তাদের পরের ম্যাচ মোহনবাগানের সাথে।

গত বছর এই মাজিয়াকে ২-০ গোলে এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা। এর আগে ২০২০ সালের আসরে অপর মালদ্বীভিয়ান ক্লাব টিসি স্পোর্টসকে প্রথম ম্যাচে ৫-১ গোলে হারিয়েছিল তারা। আগের দুই ম্যাচের মতো কালও বসুন্ধরা কিংসের জয় বিদেশী ফুটবলারের গোলে। ৩৪ মিনিটে এই জয় সূচক গোল গাম্বিয়ান বংশোদ্ভূত স্পেনের ফুটবলার নূহা মারংয়ের। সোহেল রানার লবে ভুল বুঝাবুঝি মাজিয়ার নেপালী গোলরক্ষক কিরন কুমার লিম্বু এবং ডিফেন্ডারের। কিরনের সেই বল ধরার আগেই তাতে মাথা লাগান দীর্ঘদেহী মারং। বল গড়িয়ে গড়িয়ে জালে গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের উল্লাসের উপলক্ষ তৈরি হয়।

বিরতির পর ব্যবধান বৃদ্ধির সুযোগ পায় বসুন্ধরা। ৮০ বদলী সুমন রেজার পাসে ব্রাজিলয়ান মিগুয়েল ফিগেইরোর বাম পায়ের তীব্র শট ডান দিকে শরীর ভাসিয়ে কর্নার করেন কিরন লিম্বু।

৮৫ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কর্নার করেন মাজিয়ার হামজার শট। শেষ দিকে বদলী হিসেবে নামা এলিটা কিংসলের দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে এক গোলের জয়েই সন্তুস্ট থাকতে হয়ে অস্কার ব্রুজনের দলকে।