Naya Diganta

দি ইমপ্যাক্ট অফ ডিজিটাল ইকোনমি ইন ইন্ডিয়া-পোস্ট কোভিড ইরা শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণ

ইন্টারন্যাশনাল কনফারেন্স অন “দি ইমপ্যাক্ট অফ ডিজিটাল ইকোনমি ইন ইন্ডিয়া-পোস্ট কোভিড ইরা” শীর্ষক ইন্টারন্যাশনাল গত ১১-১২ মে বিবেকান্দ কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস ফর ইউমেন, কৈয়মবাটর, তামিলনাড়ু, ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সটি বিবেকান্দ কলেজ অব আর্টস অ্যান্ড সাইন্সেস ফর ইউমেন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। কনফারেন্সটিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এমটিসি গ্লোবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া। ওই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ড. মো: সেরাজুল ইসলাম প্রধান এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আব্দুল বাছেত। এ ছাড়াও কনফারেন্সে মুলবক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ভোলানাথ দত্ত, প্রতিষ্ঠাতা ও সভাপতি এমটিসি গ্লোবাল, ব্যাঙ্গালুরু, ইন্ডিয়া এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ড. বি. টি. সুরেশ কুমার, প্রিন্সিপাল, বিবেকান্দ কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস্ ফর ইউমেন। কনফারেন্সটিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।