Naya Diganta

কারখানার ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

কারখানার ক্রেন ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগিরচালা এলাকায় স্টিল মিলের মালামাল লোডিংয়ের ক্রেন ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় ওই এলাকার এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ গোলাম কিবরিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি ওই কারখানায় তিন বছর যাবৎ লোডিং বিভাগের স্টোর কিপার পদে চাকরি করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, বুধবার বিকেলে শিপমেন্টের জন্য মালামাল কারখানা থেকে গাড়িতে তোলা হচ্ছিল। বড় ক্রেনের সাহায্যে ভারী স্টেইনলেস স্টিলের মালামালগুলো উঠানোর কাজ তদারকি করছিলেন কিবরিয়া। একপর্যায়ে মালামালসহ ক্রেনের ক্যাবল ছিঁড়ে যায়। এ সময় ক্রেনটি নিচে দাঁড়িয়ে থাকা কিবরিয়ার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেনের নিচে চাপা পড়ে কিবরিয়ার শরীরের োপরের অংশ থেঁতলে যায়।

ঘটনা সম্পর্কে জানতে কারখানায় গেলে সেখানকার নিরাপত্তাকর্মীরা ফটক বন্ধ রাখেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান নয়া দিগন্তকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেয়া হবে।