Naya Diganta
মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারের ৩ জনের বিরুদ্ধে রায় কাল

মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিনজনের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। গতকাল চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্য করেন।
মামলার তিন আসামি হলেনÑ আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল ও তার ভাই আব্দুল মতিন। আসামিদের মধ্যে আব্দুল মতিন পলাতক; বাকি দু’জন গ্রেফতার হয়ে কারাগারে। গত ১২ এপ্রিল এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর যেকোনো দিন রায় ঘোষণার জন্য রাখা হয়।
হবিগঞ্জের ৫ জনের রায় যেকোনো দিন : মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফি উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।
২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দু’টি অভিযোগপত্র আনুষ্ঠানিক দাখিল করে।