Naya Diganta

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়ার দাবি হিন্দুত্ববাদীদের

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়ার দাবি হিন্দুত্ববাদীদের

ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের পরিণতি অযোধ্যার বাবরি মসজিদের মতো হতে পারে বলে গত কয়েক বছর ধরে যে ধারণা করা হচ্ছিল, এবার সেই আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে। জ্ঞানবাপী মসজিদের ভেতর একটি শিবলিঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছে হিন্দুত্ববাদীরা। তবে সেটি একটি অজুখানার ফোয়ারা। তাই তাদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ দিকে বিজেপিশাসিত উত্তর প্রদেশের বারানসি আদালতের নির্দেশে সোমবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের জরিপের কাজ শেষ হয়েছে।
এ ছাড়া টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাশী বিশ্বনাথ জ্ঞানবাপী কমপ্লেক্সের অজুখানায় একটি শিবলিঙ্গ পাওয়া গেছে দাবি করেছেন বাদি রাখি সিংয়ের আইনজীবী হরিশঙ্কর জৈন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর খবর অনুসারে, শেষ দিনের জরিপের পর হিন্দুপক্ষের দাবি, জ্ঞানবাপী মসজিদ চত্বরে কুয়ার ভেতরে শিবলিঙ্গ পাওয়া গেছে। মুসলিম পক্ষ এটি মানতে প্রস্তুত নয় এবং তাদের পক্ষ থেকে ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। মুসলিম পক্ষ বলছে, ভেতরে এমন কিছু পাওয়া যায়নি। এ দিকে বারানসি আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে সংশ্লিষ্ট জায়গাটি ‘সিল’ করার নির্দেশ দিয়েছেন।