Naya Diganta
মার্কিন সমর্থিত সরকারের পাঁচটি বিভাগ বিলুপ্ত

আফগান নারী শিক্ষার্থীরা শিগগিরই সুখবর পাবে

মার্কিন সমর্থিত সরকারের পাঁচটি বিভাগ বিলুপ্ত

আফগানিস্তানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষার্থীদের জন্য শিগগিরই সুখবর আসছে বলে জানিয়েছেন দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে হাক্কানি বলেন, ‘আফগান মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজন ছিল, সেসব এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই আপনারা এ বিষয়ে সুখবর পাবেন।’
তালেবানের অন্যতম ঊর্ধ্বতন নেতা সিরাজুদ্দিন হাক্কানি একই সাথে সহযোগী বাহিনী হাক্কানি নেটওয়ার্কের প্রধান। যেসব তালেবান নেতা নিজেদের আড়ালে রাখতে ভালোবাসেন, তাদের মধ্যেও অন্যতম সিরাজুদ্দিন হাক্কানি। এ কারণে সিএনএনকে দেয়া তার সম্প্রতিক এই সাক্ষাৎকারটিকে ‘বিরল’ হিসেবেই বিবেচনা করেছে এএফপিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হাক্কানি বলেন, তালেবান নারী শিক্ষার বিরোধী নয়। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আফগানিস্তানে কেউই নারী শিক্ষার বিরোধী নয়।’ সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী তালেবান সরকার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছিল, সেটির প্রতিও তালেবান শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেছেন হাক্কানি। তিনি বলেন, ‘গত ২০ বছরের যুদ্ধ শেষ হয়ে গেছে। আমরা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাই; কাউকে শত্রু মনে করি না আমরা।’
এ দিকে মার্কিন সরকারের পৃষ্ঠপোষতায় পরিচালিত সরকারের পাঁচটি বিভাগ বিলুপ্ত করে দিয়েছে তালেবান সরকার। এর মধ্যে রয়েছে মানবাধিকার কমিশনও। একজন কর্মকর্তা গত সোমবার বলেছেন, অর্থনৈতিক সঙ্কটকালে এসব প্রতিষ্ঠান অনাবশ্যকীয়। অপর যে চারটি বিভাগ তালেবান বিলুপ্ত করেছে, তার মধ্যে হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), এক সময়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন রয়েছে।