Naya Diganta

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সঙ্গী হতে পারে পাকিস্তান

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে আছে বাংলাদেশ। তৃতীয় কোন দল খেলবে, তা এখনো নিশ্চিত হয়নি। তবে দলটি হতে পারে পাকিস্তান।

মঙ্গলবার চট্টগ্রামে টেস্ট চলাকালীন এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টির বেশি ম্যাচ আমরা খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে, ওখানে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব।’

বিশ্বকাপের লক্ষ্যে বাংলাদেশ দল আগে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে অ্যাডিলেডে হবে ১০ দিনের ক্যাম্প। তারপর দল যাবে নিউজিল্যান্ডে। সেখানে সিরিজ শেষ করে আবার অস্ট্রেলিয়ায় ফিরবে টাইগাররা।

জালাল ইউনুস বলেন, ‘আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাবো। অ্যাডিলেডে ১০ দিনের ক্যাম্পে অংশ নেব। ওখানে বিগ ব্যাশের দল রেডব্যাকসের সাথে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলব। এরপর আমরা চলে যাব নিউজিল্যান্ডে। যেখানে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। হয়তো ক্রাইস্টচার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত। মিনিমাম ৪টা করে ম্যাচ হবে ওখানে। তৃতীয় দল পাকিস্তান হতে পারে, এখনও চূড়ান্ত হয়নি।’