Naya Diganta

দেশে একদিনে আরো ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে একদিনে আরো ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত সবাই ঢাকা বিভাগের।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২২৪ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ২০৩ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।