Naya Diganta

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৮। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) ২,৮,২ খ) ২,৮,১
গ) ২,৮,৭ ঘ) ২,৮,৮
১৯। কোন মৌলটির সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা ৮টি?
ক) হিলিয়াম খ) ক্লোরিন
গ) আর্গন ঘ) অক্সিজেন
২০। ইউরেনিয়ামের পারমাণবিক ভর কত?
ক) ৩৯৫
খ) ২৩৮.১
গ) ৩.৯৫১০.২২ গ্রাম
ঘ)৩.৯৫
২১। সোনার পারমাণবিক সংখ্যা কত?
ক) ৫৯ খ) ৬৯
গ) ৭৯ ঘ) ৮৯
২২। নিচের কোনটি অর্র্ধ ধাতু?
ক) সিলিকন
খ) হাইড্রোজেন
গ) হিলিয়াম
ঘ) পটাশিয়াম
২৩। কোন অধাতুটির বর্ণ লাল?
ক) আয়োডিন খ) ব্রোমিন
গ) ক্লোরিন ঘ) ফ্লোরিন
২৪। পর্যায় সারণিতে ‘মৃৎক্ষার ধাতু’ -এর সংখ্যা মোট কতটি?
ক) ৭ খ) ৬
গ) ১১ ঘ) ২
২৫। কোনটি অপধাতু?
ক) কার্বন খ) কপার
গ) সিলিকন ঘ) লেড
২৬। পর্যায় সারণিতে ক্ষার ধাতুর অবস্থান কোন শ্রেণিতে?
ক) ১ খ) ২
গ) ১১ ঘ) ১৮
২৭। ল্যান্থানাইডস বর্গের শেষ মৌল কোনটি?
ক) La খ) Ac
গ) Li ঘ) Lu
২৮। অষ্টক তত্ত্বের প্রবর্তক কে?
ক) ডোবেরাইনার খ) জন নিউল্যান্ড
গ) ল্যাভয়সিয়ে ঘ) ম্যান্ডেলিফ
২৯। নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি?
ক) ক্লোরিন
খ) ফ্লোরিন
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন
৩০। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি?
ক) অ্যালুমিনিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) পটাশিয়াম
ঘ) সোডিয়াম
উত্তর : ১৮। ক, ১৯। গ, ২০। খ, ২১। গ, ২২। ক, ২৩। খ, ২৪। খ, ২৫। গ, ২৬। ক, ২৭। ঘ, ২৮। খ, ২৯। খ, ৩০। ক।