Naya Diganta

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬। ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেন কত মিনিট?
ক) ১৮ মিনিট খ) ১৫ মিনিট
গ) ১০ মিনিট ঘ) ২৮ মিনিট
৭। বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এ দেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন?
ক) দেশপ্রেমের বিনিময়ে
খ) মুক্তিযুদ্ধের বিনিময়ে
গ) রক্তের বিনিময়ে
ঘ) বাঙালি জাতির ঐক্যের মধ্য দিয়ে
৮। ‘ন্যাশনাল এসেম্বলি’ মানে হলো-
ক) গণপরিষদ খ) জাতীয় পরিষদ
গ) জাতীয় সংবিধান ঘ) গোপন বৈঠক
৯। বঙ্গবন্ধু কল-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিলেন। কারণ-
i) পাকিস্তানিদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য
ii) দাবি আদায়ের জন্য
iii) আন্দোলন বেগবান করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i,ii ও iii
১০। মার্শাল ল বলতে বোঝানো হয়েছে-
ক) গণতান্ত্রিক আইন
খ) পাকিস্তানের আইন
গ) সামরিক আইন
ঘ) সান্ধ্য আইন

উত্তর : ৬. ক, ৭. গ, ৮. খ,
৯. ঘ, ১০. গ।