Naya Diganta

জামালপুরে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে ট্রেনের পথরোধ

জামালপুরে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে ট্রেনের পথরোধ করে স্থানীয়রা।

জামালপুরের দেওয়ানগঞ্জে সোহান (২২) হত্যায় অভিযুক্ত ইল্লাল সরদারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় তারা ঢাকা থেকে আগত দেওয়ানগঞ্জগামী কমিউটার যাত্রীবাহী ট্রেনের পথরোধ করে।

সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের চর ভবসুর গাবতলী রেলক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। পথরোধ করে আধা ঘণ্টাব্যাপী ট্রেনটিকে আটকে রাখা হয় বলে জানা গেছে।

এই মানববন্ধনে প্রায় তিন শ’ এলাকাবাসী অংশ নেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ইল্লাল সরদারকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে। মানববন্ধানের সময় এলাকাবাসী বলেন, এ সময়ের মধ্যে ঘাতক গ্রেফতার না হলে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।

রোববার সন্ধ্যার আগে চর ভবসুর গাবতলীতে ইল্লাল সরদার আলমাস হোসেন নামে এক অটোচালককে অন্যায়ভাবে মারধর করে। এর প্রতিবাদ করেন সোহান নামে এক যুবক। কিন্তু প্রতিবাদ করাই সোহানের জন্য কাল হয়ে দাঁড়ায়। অভিযুক্ত ইল্লাল তাকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করলে গুরুতর আহত হন সোহান। এ সময় মুমূর্ষ অবস্থায় তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ থানার পুলিশ হাসপাতাল থেকে নিহত সোহানের লাশ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জামালপুর মর্গে পাঠানো হয়। ঘাতক ইল্লালের মা তারাভান বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিক্ষুদ্ধ এলাকাবাসী ইল্লালের বাড়িতে হামলা করে ভাংচুর করেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।