Naya Diganta

প্রায় দুই সপ্তাহ পর গাজার সাথে সংযোগ আবার খুলে দিল ইসরাইল

প্রায় দুই সপ্তাহ পর গাজার সাথে সংযোগ আবার খুলে দিল ইসরাইল

গাজা উপত্যকার সাথে ইসরাইলের একমাত্র প্রবেশপথটি দুই সপ্তাহ বন্ধ করে রাখার পর, রোববার ফিলিস্তিনি কর্মীদের জন্য তা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি বেসামরিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিওজিএটি নামক ইউনিট জানায়, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে অনুমতিপত্র থাকা ব্যক্তিদের গাজা উপত্যকা থেকে ইসরাইলে পারাপারের জন্য রোববার থেকে ইরেজ ক্রসিং খুলে দেয়া হবে।

ইসরাইলে কাজ করতে আসার জন্য ১২ হাজার ফিলিস্তিনি পারমিটধারী ওই সংযোগপথটি ব্যবহার করেন।

ইসরাইলের জাতীয় স্মৃতি এবং স্বাধীনতা দিবসকে সামনে রেখে মে মাসের ৩ তারিখে ওই সংযোগপথটি বন্ধ করে দেয় ইসরায়েল। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরেও সে সময়ে সহিংসতা চলছিল, যদিও গাজা শান্তিপূর্ণ ছিল।

উপকূলবর্তী দরিদ্র গাজা উপত্যকা ছিটমহলটি হামাস শাসন করে। ইসরাইল এবং হামাস বিগত ১৫ বছরে বেশ কয়েকবার লড়াইয়ে জড়িয়ে পড়ে, যার মধ্যে সবশেষ লড়াই হয় গত বছরের মে মাসে।

ইসরাইল কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল যে এপ্রিলে জেরুসালেম ও এর আশপাশের এলাকার উত্তেজনা ও সহিংসতার ঘটনা, গাজার সাথে আরেকটি সংঘাতের সূচনা করতে পারে। তবে শেষমেষ তেমনটি ঘটেনি। এপ্রিলে মুসলিমরা পবিত্র রমজান মাসের রোজা পালন করেন।

বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে গাজায় বেকারত্বের হার ৪৮ শতাংশ বলে উল্লেখ করা হয়। ফিলিস্তিনি ভূখন্ডের অংশ গাজা, যেখানে জনসংখ্যা প্রায় ২৩ লাখ। ইসরাইলে কাজের সুযোগ ছিটমহলটির অর্থনীতির জন্য অপরিহার্য এক বিষয়।