Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)

খবর পেয়ে মাসি ছুটে এলো। সব কথা শোনার পর বলল, হু, এ কাজ আমিই পারব। সেই রূপের কন্যাকে আমিই খুঁজে এনে দেবো। আমি ছাড়া কে পারবে আমার দাদুর জন্য এমন কাজ করে দিতে?
রাজার মাসি এবার রাজপুত্রের ঘরের কাছে গিয়ে বলে, ওগো দাদু। দরজা খোলো, আমি তোমার দাদি মা। তোমার সেই রাক্ষুসী দাদি মা। আমি এসেছি তোমার সেই রূপের কন্যাকে এনে দিতে। আর দুটো দিন ধৈর্য ধরো ভাই। যে করেই হোক, যত ছলনাই লাগুক, তোমার ভালোবাসার রূপের কন্যাকে আমি এনে দেবোই।
তবে তার আগে তোমার সেই রূপের কন্যার মাথার চুলের গোছা আমার হাতে দাও। আমি পরখ করে দেখি সেই চুলের গন্ধ। চিনে রাখি গন্ধটি। তা না হলে কোথায় গিয়ে খুঁজব। সেই রূপের কন্যার মাথার একগোছা চুল আমাকে দাও। যে কন্যার মাথার চুল এই চুলের সাথে মিলে যাবে, তাকে আমি চোখের পলকে তোমার কাছে নিয়ে আসব ভাই। দরজা খোলো।
(চলবে)