Naya Diganta
জা না-অজানা

সাগরের পানি লবণাক্ত কেন

জা না-অজানা

ছোট্ট বন্ধুরা,

তোমরা হয়তো শুনে থাকবে সাগর বা মহাসাগরের পানি লবণাক্ত। কিন্তু কেন? নদীর পানি সাগরে এসে পড়ার আগে
বিভিন্ন এলাকা পার হয়; এতে নানা ধরনের পাথর ও মাটির মধ্যে লবণ মিশ্রিত হয়ে আসে। এই লবণাক্ত পানি জমা হয় সাগরের বুকে। ক্রমাগত লবণাক্ত পানি মিশে যাওয়ায় সাগরের পানি লবণাক্ত হয়। সুদূর অতীতেই এই লবণাক্ত অবস্থা তৈরি হয়েছিল। সময় লেগেছে হাজার হাজার বছর। হয়তো লক্ষ কোটি বছর। এবার ছবি দেখো।