Naya Diganta

নতুনরূপে আসছে টর ব্রাউজার

নতুন আঙ্গিকে ও আরো দ্রুতগতি নিয়ে আসছে দ্যনিয়ন রাউটার বা টর। সম্প্রতি ব্র্রাউজারটির সর্বশেষ সংস্করণে নতুন সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে এর ব্যবহার আরো সুবিধাজনক ও আরামদায়ক হবে। সব পর্যায়ে যোগাযোগের জন্য এটি একটি উন্মুক্ত ও ওপেন সোর্স সফটওয়্যার। এটি একটি ওভারলে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ করে। ইন্টারনেটে যেসব প্রতিষ্ঠান নজরদারি করে, তাদের কাছ থেকে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এটি ছয় হাজারের বেশি রিলে ব্যবহার করে।
টর ব্রাউজারের নতুন ভার্সনে কনগেশন কন্ট্রোল নামে সে সিস্টেম যুক্ত করা হয়েছে, সেটি টরের কার্যক্রমকে আরো গতিশীল করবে। পাশাপাশি নেটওয়ার্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে বলে প্রাতিষ্ঠানিক ঘোষণা সূত্রে জানা গেছে। উন্মুক্ত ও ওপেন সোর্সের সফটওয়্যার হলেও ইন্টারনেটে কোনো কিছুর সন্ধানে এটি তেমন গতিশীল নয়। বিভিন্ন সময় কোনো কিছু খোঁজার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার কারণে যোগাযোগের গতি অনেকটা কমে যায়। টরের গতি বাড়াতে ২০ বছর ধরে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, সেসব স্বেচ্ছাসেবক সমাধান পেয়েছে বলে জানিয়েছে।