Naya Diganta

স্ম র ণ : নজরুল গবেষক শাহাবুদ্দীন আহমদ

২০০৭ সালের ১৬ মে দুনিয়া থেকে চলে গেছেন শাহাবুদ্দীন আহমদ। এই প্রখ্যাত নজরুল গবেষক, সাহিত্য সমালোচকের জন্ম ২১ মার্চ, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার আরশুল্লাহ গ্রামে। নজরুলগবেষক ও বিশ্লেষক হিসেবেই তিনি ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত। তার রচিত শব্দ ধানুকী নজরুল ইসলাম সাহিত্যের শিল্পবিচারে অসামান্য গ্রন্থ। তার অন্য গ্রন্থগুলো হচ্ছেÑ ইসলাম ও নজরুল ইসলাম, নজরুল সাহিত্য দর্শন, ছোটদের নজরুল, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায়নাক নুড়ি এবং বহুরূপে নজরুল। তার রচিত নজরুল সাহিত্য বিচার ১৯৭৬ সালে ক্ষুদ্র কলেবরে প্রথম সংস্করণ প্রকাশের পর সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়। বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবনীও লিখেছেন তিনি।
শাহাবুদ্দীন আহমদ ১৯৭৬ সালে লেখক সংঘের মুখপত্রের সহ-সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে এই পত্রিকা ও পরে পরিক্রমা পত্রিকার সহকারী সম্পাদক নিযুক্ত হন। ১৯৬৩ সালে তিনি নিযুক্ত হন লেখক সংঘের অফিস সেক্রেটারি। কিছু দিনের জন্য ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা নাগরিক-এর সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৬৮ সালে নজরুল একাডেমির পত্রিকার সহযোগী সম্পাদক এবং ১৯৭৩-৭৮ সালে সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে কিছু দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা পত্রিকার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ সালের মার্চে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনা বিভাগে অনিয়মিত সম্পাদক হিসেবে এবং পরে ১৯৮২ সালে নিয়মিত সম্পাদক হিসেবে যোগদান করেন। ফাউন্ডেশন থেকে প্রকাশিত বহুল পরিচিত সাপ্তাহিক অগ্রপথিক-এর নির্বাহী সম্পাদক ছিলেন। ১৯৮৫ সালে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে তাকে এর ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়। তিনি দৈনিক মুজাদ্দেদ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে এ প্রথিতযশা সাহিত্য সমালোচক তার নজরুল সাহিত্যবিচার গ্রন্থের জন্য ‘সুফি মোতাহার হোসেন পুরস্কার’ লাভ করেন। ১৯৮৪ সালে কলকতা ‘নজরুল পরিষদ’ তাকে ‘নজরুল পুরস্কারে’ ভূষিত করে। ১৯৮৮ সালে তিনি ‘চুরুলিয়া নজরুল একাডেমি’ পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব গবেষণা কেন্দ্র ও ‘বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ’ কর্তৃক কবি নজরুল জাতীয় পুরস্কার এবং চট্টগ্রামের সংস্কৃতি কেন্দ্র থেকে ‘ফররুখ স্মৃতি’ পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ ইসলামিক ইংলিশ স্কুল দুবাই থেকে সাহিত্য পুরস্কার লাভ করেন। এই অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব ২০০৭ সালের ১৬ মে ঢাকায় ইন্তেকাল করেন। হ
আদেলউদ্দিন আল মাহমুদ