Naya Diganta

ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল

ঝড়েই উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল।

নীলফামারীর কিশোরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরের টিন উড়ে গেছে ঝড়ে। লণ্ডভণ্ড হয়ে গেছে এলাকার অনেক ঘরবাড়ি।

শনিবার মধ্যরাতে উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় নগরবন গ্রামের আমীর আলীর আধা পাকা ঘরের টিনসহ প্রায় শতাধিক কাঁচা বাড়ির ঘরের চাল উড়ে যায়। এছাড়াও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কাবরালার ডাঙ্গায় ২০২১-২২ অর্থবছরে প্রথম পর্যায়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের টিনের চাল উড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গেছে আরো কয়েকটি ঘরের চাল। ঝড়ে ফসলের বেশ ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত ঘরগুলো মেরামত করা হবে।